জীবন জীবিকার প্রয়োজনে, জ্ঞানার্জনের জন্য, উচ্চ শিক্ষা লাভের জন্য, প্রশিক্ষণের জন্য, বিনোদনের জন্য, অবসর কাটানোর জন্য, হাওয়া বদলের জন্য, ধর্মীয় কাজের জন্য, চিকিৎসা সেবা নিতে এমনি আরো অনেক কাজে প্রতিনিয়ত মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে । [ বিদেশী ভাষা শেখার সহজ কৌশল ]

পৃথিবীতে মোট দেশ ২০৫টি, স্বাধীন ১৯৬টি, জাতিসংঘ স্বীকৃত ১৯৩ টি। প্রায় ৭০০ কোটি লোক এবং প্রায় ৭,০০০ বা তারও বেশি ভাষা প্রচলিত আছে। সব ভাষার কাজ কিন্তু একই। ভাষা হল তথ্য বিনিময়ের মাধ্যম। ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেক ভাষাতেই এটি ঘটে। কারণ প্রত্যেক ভাষার নিজস্ব কিছু না কিছু নিয়ম কানুন রয়েছে। কথা বলার ধরণও আলাদা।

 

 

কোন ভাষা  দ্রুত কোনটা ধীরে বলতে হয়। জাপানী ও স্প্যানিশ দ্রুত গতির ভাষা। আর চীনের ভাষা সবচেয়ে ধীর গতির। যেহেতু সব ভাষা এক না সুতরাং অন্য দেশের লোক, অন্য জাতির সাথে ষোগাযোগ করতে গেলে আমাদের অবশ্যই সেই ভাষা শিখতে হবে।

নতুন একটা কষ্টকর এবং সময় সাপেক্ষ্য ব্যাপার। সবচেয়ে কঠিন বিষয় প্রত্যেক ভাষার উচ্চারণ, ব্যাকরণ ও নতুন শব্দ। কঠিন অধ্যাবসায়, মনোসংযোগ ও একান্ত আগ্রহ নতুন ভাষার উচ্চারণ, ব্যাকরণের নিয়ম ও নতুন শব্দ শিখতে সাহায্য করে। অনেক কৌশল আছে যেগুলো প্রয়োগ করে সহজেই নতুন ভাষা শেখা বা বলা যায়।

এমন কিছু কৌশল আছে যেগুলো শেখার প্রকৃিয়া সহজ করে, শেখার গতি ত্বরান্বিত করে। পথমত নতুন ভাষা শেখার প্রতি আগ্রহ থাকতে হবে। ভাষার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে। ভাষা শেখা এবং ভাষা সম্পর্কিত অভিজ্ঞতা অর্জনের জন্য উৎসাহিত হতে হবে।

কীভাবে শুরু করতে হবে? কীভাবে বা কী দিয়ে শুরু করবেন এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কোন বিষয়ে আগ্রহ বোধ করেন সেটাই গুরূত্বপূর্ণ। যে বিষয়টিতে আগ্রহ বোধ হয় সেখান থেকে শুরু করতে হবে।

শোনা ও বলা [ বিদেশী ভাষা শেখার সহজ কৌশল ]

 

প্রথমেই আসা যাক শোনা ও বলার বিষয়ে। ভাষাটি প্রথমে বার বার শুনতে হবে। তারপর ধীরে ধীরে বলার চেষ্টা করতে হবে। এভাবে কয়েকদিন একটানা অনুশীলন করতে হবে। দেখবেন এটা অভ্যাসে পরিনত হয়েছে। এবার ভাষার বর্ণমালা পড়তে বলতে ও লিখতে চষ্টা করতে হবে। এভাবে চেষ্টা করেতে করতে অভ্যাস হয়ে যাবে।

এরপর ভাষাটি পড়তে হব এবং সাথে সাথে লিখতে হবে। তারপর বলার জন্য চেষ্টা করতে হবে। এভাবে কয়েকদিন দিন চলার পর প্রতি দিনের নিত্য কর্মে নতুন ভাষা ব্যবহারের চেষ্টা করতে হবে। প্রতিটি শব্দের বিপরীত শব্দ শিখতে ও লিখতে হবে।

 

নতুন ভাষার বিশেষণ গুলো ভালো ভাবে রপ্ত করতে হবে। বাসা বা বাড়ির বিভিন্ন স্থানে শব্দ গুলো লিখে ঝুলিয়ে রাখলে ভাল হয়। তাহলে প্রতি নিয়ত শব্দ গুলো চোখে পড়বে। মর্নিং ওয়াক, জগিং, ব্যায়াম করা বা গাড়িতে যাতায়াতের সময় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অথবা অডিওতে শোনা যেতে পারে।

 

যদি কোন বিষয় শেখাটা খুব কঠিন মনে হয় তাহলে সাথে সাথে সটা বাদ দিতে হবে। বিশ্রাম নিতে হবে, গান শুনতে হবে, অথবা অন্য কিছু পড়তে হবে। এর মানে এই নয় যে আপনি নতুন ভাষা শেখার উৎসাহ হারিয়ে ফেলেছেন। হতাশ হবেন না। আপনি শুধু একঘেয়েমি দূর করার জন্য এটা করেছেন। নতুন ভাষার শব্দ জট  সমাধান করার চেষ্টা করা যেতে পারে। এতে নতুন ভাষর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। বিদেশী ভাষার সিনেমা দেখা যেতে পারে।

শোনা এবং দেখা [ বিদেশী ভাষা শেখার সহজ কৌশল ]

বিদেশী ভাষার গান শোনা যেতে পারে। সিনেমা ও গান ভাষার প্রতি আকর্ষণ বাড়ায়। সংবাদ পত্র পড়া যেতে পরে। সংবাদ পত্র পাঠে সেই ভাষা, দেশ ও মানুষ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ইন্টারনেট এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। ইন্টারনেটে ভাষা সম্পর্কিত অনেক পাঠ রয়েছে সেগুলো পড়তে পারলে বা সমাধান করলে আর বইয়ের দরকার হয় না। যে শিখতে ভালবাসে বা শিখতে আগ্রহী এমন কোনো বন্ধু কে সাথে নিন।

কথা বলা [ বিদেশী ভাষা শেখার সহজ কৌশল ]

তার সাথে অন্য ভাষার খুঁটিনাটি নিয়ে আলোচনা করুন। একজন অন্যের ভুল ধরিয়ে দিন, পারলে সংশোধন করে দিন। নতুন বিষয় হঠাৎ করে পড়া শুরু করা যাবে না। আনুষঙ্গিক বিষয় গুলো পড়ে বা জেনে নিতে হবে। তাহলে বিষয় টা অনেক সহজ হবে। নিয়মিত চর্চা করতে হবে। বিরক্ত হলে চলবে না। হাল ছেড়ে দেওয়া যাবে না। লেগে থাকতে হবে। এক সময় দেখবেন আপনার মস্তিষ্ক ভালভাবে আত্মস্থ করে নিয়েছে।

 

এভাবে চালাতে থাকলে কিছু দিন পর আপনি দেখবেন স্থানীয় ভাষা ভাষীদের তুলনায় আপণি আরও কর্যকর ভাবে শিখতে পেরেছেন। বিদেশ ভ্রমণের সময় আপনি ঐ দেশের একটি পত্রিকা রাখতে পারেন। মনে রাখবেন আপনার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আপনি নতুন ভাষা শিক্ষা ছেড়ে দেবেন না।

 

কথা বলা অনেক সহজ। কিন্তু সফল ভাবে বলা অনেক কঠিন। তাই কীভাবে কথা বলছি তার চেয়ে জরুরী কী বলছি। আমার কথা শ্রোতা বুঝছে কিনা সেটা দেখা খুব জরুরী। খুব দ্রুত বা খুব ধীর গতিতে কথা বলা উচিৎ নয়। কথা বলতে হবে সাবলিল বা মোটামুটি গতিতে। একটানা না বলে মাঝে মাঝে থেমে থেমে বলতে হবে। এতে বক্তব্য সাবলীল হবে এবং শ্রোতারা আকৃষ্ট হবে।

 

তথ্য সূত্র: