মুখস্ত করার সহজ কৌশল
“পড়তে ভাল্লাগে না”, “পড়ার টেবিলে মন বসে না”, “পড়া মনে থাকে না”। পড়া মনে না থাকা নিয়ে এমন হাজারো সমস্যা বা হতাশার কথা মানুষের মুখে মুখে ঘুরে। আসলে লেখাপড়া কাজটা কোন হতাশার বিষয় নয়। নিয়ম মাফিক পড়ালেখা করলে, সহজ কিছু টিপস্ মেনে চললেই হতাশাজনক এই বিষয়টিই আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হতে পারে। * পড়তে বসার আগে একটু হাঁটা-হাঁটি করতে হবে। খালি হাতে হালকা ব্যায়ামও করা যেতে পারে। এতে মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি পায়। ফলে মস্তিষ্কের কর্ম দক্ষতা ও ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি একটি পরীক্ষিত বিষয়। * পড়তে বসার পূর্বে প্রত্যেকের একটা টার্গেট ঠিক করে নিতে হয়। যেমন- কী পড়বেন? কোথা থেকে শুরু করবেন? কতটুকু পড়বেন, কয়টি বই পড়বেন? এটা কিন্তু খুব জরুরী। * অনেকের ধারনা পড়ালেখা সারা দিন-রাতের ব্যাপার। সারা দিন রাত পড়া লেখা করলে তবেই ভাল ফল পাওয়া যায়। কথাটি পুরোপুরি সত্য নয়। কারণ আগ্রহের সাথে পড়ালেখার একটা গভীর সম্পর্ক আছে। আর এই আগ্রহ সারা দিন রাত সময় সমান ভাবে থাকে না। সাধারণত আগ্রহটা শিক্ষার্থীদের সকালের দিকে বেশি থাকে। গবেষনায় দেখা গেছে- যে পড়াটা সকালের আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, তা রাতে করতে এক ঘন্টা বা তার বেশি সময় লাগছে। অবশ্য এই আগ্রহ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বিভিন্ন হয়। তাই নিজেরটা নিজেকে বুঝতে হবে। যখন আগ্রহ বেশি থাকবে তখন কঠিন এক ঘেয়ে বিষয় গুলো পড়তে হবে এং আকর্ষনীয় বিষয় গুলো অন্য সময় পড়তে হবে। * একটানা পড়ালেখা করা অনেক সময় একঘেঁয়েমির কারণ হয়ে দাঁড়ায়। তখন অনেক সহজ বিষয়ও মাথায়...
Read More