৫টি সাফল্যের গল্প, যা শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে
বিশ্বের বেশির ভাগ সফল ব্যক্তির জীবনের ইতিহাস ঘাঁটলে জানা যায় যে তাঁরা আসলে খুব সহজেই এই সফলতার মুখ দেখেন নি। সফলতার দেখা পাবার জন্য তাদের অনেককেই কঠিন অগ্নিপথের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং নানা রকম প্রতিকূলতা মোকাবেলা করেই সমাজে আজ তাঁরা তাঁদের অবদানের জন্য স্বীকৃত । এখানে এমনই পাঁচজন ব্যক্তির সাফল্যের কাহিনী জানাব যাদের শুরুটা হয়েছিল ব্যর্থতার সাথে , কিন্তু এই ব্যর্থতা তাঁদের কাউকে দমিয়ে রাখতে পারেনি বরং লক্ষ্য মাত্রা পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের প্রেরণা যুগিয়েছে। ১.আব্রাহামলিঙ্কন ১৮৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত প্রায় সকল উদ্যোগেই আব্রাহাম লিঙ্কন ব্যর্থ হন। ১৮৩২সালে তিনি চাকরি হারান এবং সে সময় তিনি রাষ্ট্রীয় আইন পরিষদের জন্য অংশগ্রহণ করেন এবং পরাজিত হন। আব্রাহাম লিঙ্কন নিউ সারেমের একটি দোকানের অংশীদার ছিলেন ,যা ১৮৩৩ সালে ব্যর্থ হয়েছিল এবং তিনি অনেক বছর ধরে সেই দোকানের ঋণ পরিশোধ করেছিলেন। ১৮৩৮ সালে তিনি স্থানীয় সরকার আসনের জন্য অংশগ্রহণ করেন এবং পরাজিত হন । পুনরায় ১৮৪৩ সালে তিনি কংগ্রেসের জন্য চেষ্টা করেও ব্যর্থ হন । অবশেষে তিনি ১৮৪৬ সালে কংগ্রেসে নির্বাচিত হন , কিন্তু পুনরায় ১৮৪৮ সালে তিনি তার পদ হারান। এরপর ১৮৫৪ থেকে ১৮৫৮ সালের মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে দুই বার পরাজিত হন এবং ভাইস প্রেসিডেন্টের মনোনয়ন পেতেও ব্যর্থ হন। তবুও তিনি আরও একবার চেষ্টা করেন এবং ১৮৬০ সালে অবশেষে বহু কাঙ্ক্ষিত প্রেসিডেন্সি পদ জিতেনেন। ২। জে.কেরাওলিং সেরা বিক্রিত বইয়ের তালিকায় থাকা “হ্যারিপটার” বইটির লেখক হচ্ছেন জে. কে রাওলিং । গ্রাজুয়েট হওয়ার পর বেশ কিছু দিন...
Read More