“আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি তাই করতাম, যা আমি আজ করতে যাচ্ছি?” –

স্টিভ জবসপ্রতিদিন নিজেকে এই একটি প্রশ্ন করে তাঁর দিন শুরু করতেন। আর এই প্রশ্নটিই তাঁকে তাঁর কাজে বহুগুণ অনুপ্রেরণা দিত।

সফলতাখুব সহজেধরা দেয় না। প্রতিনিয়ত চেষ্টার ফলেই একমাত্র সফলতা ধরা দেয়।কিন্তু একজন মানুষ কি আগে থেকেই বুঝতে পারেন যে তিনি কিভাবে সফল হতে পারবেন? না। তাঁরা আগে থেকেই তা বলতে পারেন না। কিন্তু তাঁরা যা পারেনতা হলো, তাদের কাজগুলো কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় করা।আর এসব কাজের মধ্যে সবচেয়ে ফলপ্রদ একটি কাজ হচ্ছে নিজেকে তাঁরা কিছু প্রশ্ন করে থাকেন। প্রশ্নগুলো হয়তো একেকজনের কাছে একেকরকম হয়ে থাকে। কিন্তু সেসব প্রশ্নের অন্তর্নিহিত অর্থ কিন্তু প্রায় একই। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা পেয়ে যান সফলতার সিঁড়ি।

তাইচলুন, আজতেমনই পাঁচটি প্রশ্ন জেনে নেয়া যাক যেগুলো সফল ব্যক্তিরা নিজেদের জিজ্ঞেস করে থাকেন।

১। আমি কি সঠিক পথে আছি?

আমরা হয়তো ভেবে থাকি সফল ব্যক্তিরা যা ভাবেন তার সবই বোধহয় সঠিক। কিন্তু আদৌ আমাদের ধারনাটি সঠিক নয়। তারাও একসময় আমাদের মতই ছিলেন। তারাও অনেক কিছু ভাবতেন, এবং সেগুলোর মধ্যে একটি পথ বেছে নিতেন। আর ঐ একটি পথ বাছাইয়ের পর তারা নিজেকে প্রশ্ন করতেন, “আমি কি সঠিক পথে আছি?”যদি এর উত্তর”হ্যা”হতো,তাহলে সেই পথে এগোবেন, নতুবা নয়। উত্তর “না”হলে নতুন কোনো সিদ্ধান্ত নিতেন। তাহলে বুঝতেই পারছেন, তারাও সর্বক্ষণ নিজেদের প্রশ্ন করে যেতেন। আর এভাবেই একসময় তারা তাদের সাফল্যের পথে পা দিতেন।

২।আমারভুলগুলো থেকে আমি কি কি শিখেছি?

ভুল সকলেই করে। সফল ব্যক্তিরাও ভুল করেন। কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্য হচ্ছে, সফল ব্যক্তিরা ভুল থেকেই নতুন কিছু শেখেন, যা সাধারণ মানুষ করতে চায় না। সফল মানুষেরা যখনই কোনো ভুল করেন, তখনই নিজেকে প্রশ্ন করেন, “আমি কিভাবে ভুলটি করলাম?কেন করলাম? এই ভুল থেকে আমার কি কি শেখা উচিৎ?”আর এই প্রশ্নগুলোই তাকে পরবর্তিতে আরও শক্তিশালী হয়ে নতুন করেমাঠে নামতে সহায়তা করে থাকে।

৩।আমার প্রতিটি কাজে সামঞ্জস্যআছে তো?

কাজেসামঞ্জস্য থাকাটা অত্যাবশ্যকীয়। একটি কাজের সাথে যখন পরবর্তী কাজের সামঞ্জস্য না থাকে, তখন সেই কাজটি সফল হতে পারে না। তাই সফল ব্যক্তিরা সবসময় তাদের কাজে সামঞ্জস্য রেখে থাকেন।

৪। আমারভবিষ্যৎ পরিকল্পনা কি?

একটি সুষ্ঠু এবং সুন্দর পরিকল্পনা ছাড়া সফল হবার কথা চিন্তাই করা যায় না। আমরা যাই কিছু করি না কেন, পরিকল্পনা থাকতেই হবে। যেকোনো সফল ব্যক্তি কাজে নামার পূর্বে অবশ্যই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট চিন্তা ভাবনা করে থাকেন। ভবিষ্যতে কি করবেন, কি করবেন না, কি করলে ফলাফল আশানুরূপ হবে, কি করলে ভাল ফল আসবে না, এসব নিয়ে পরিষ্কার ধারনা নিয়ে থাকেন।

৫। আমি কিএখনওবিশ্বাস করি এ কাজটি আমি পারবোই?

একটিকাজশুরু করার পর কখনো কখনো পরিস্থিতির চাপে সিদ্ধান্ত পাল্টাতে হয়। তখন ভেবে দেখতে হয়, তিনি যে পথে আছেন বা যে কাজটি নিয়ে আছেন তা নিয়ে সামনে এগোনো কি ঠিক হবে না ভুল হবে?সফল ব্যক্তিরা স্বভাবতই যখন একটি কাজ হাতে নেন, তখন তা হুট করেই ছেড়ে দেন না। তিনি তাঁর কাজে বিশ্বাস নিয়ে এগোতে থাকেন। তবুওযখন পরিস্থিতির চাপে কাজটি নিয়ে প্রশ্ন উঠে যায়, তখন তিনি নিজেকে প্রশ্ন করেন, “আমি কি এখনও বিশ্বাস করি এ কাজটি আমি পারবোই?”এই প্রশ্নটিই তাঁকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করে থাকে।

 

https://www.success.com/article/5-simple-questions-successful-people-ask-themselves-every-day