কম্পিউটার যারা ব্যাবহার করি তারা সকলেই মাইক্রোসফট নামটার সাথে খুব ভালভাবে পরিচিত। আর বিল গেট্স এর নাম আমরা কে না শুনেছি? এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেট্স। কীভাবে জন্ম নিল মাইক্রোসফট? কীভাবে কম্পিউটার জগতে রাজত্ব শুরু করলো মাইক্রোসফট? আমাদের এই ব্লগটি আজকে মাইক্রোসফট নিয়ে কথা বলবে।
মাইক্রোসফট হল একটি কম্পিউটার প্রযুক্তির কোম্পানি। যারা ৯০% এর বেশি কম্পিউটারের বাজার দখল করতে সক্ষম হয়। ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট এর জন্ম। বিল গেট্স এবং পল জি এলেন দুজন বাল্যবন্ধু এটি প্রতিষ্ঠা করেন। তাঁরা “মাইক্রোসফট” নামটি রাখেন “মাইক্রো কম্পিউটার” এবং “সফটওয়্যার” এই দুটির সমন্বয়ে। তাঁরা শুরুতে একটি প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করতে থাকেন। পরে ১৯৮০ সালে আইবিএম এর অনুরোধে তাঁরা একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন যার নাম দেন MS-DOS। এই MS-DOS টি বাজারে আসে ১৯৮১ সালে আইবিএম পিসির সাহায্যে। এবং তুমুল জনপ্রিয়তা লাভ করে। অনেক কোম্পানি তাদের থেকে MS-DOS এর লাইসেন্স কিনে নেয়। পরবর্তীতে আইবিএম ওএস ২ বের করেন গেট্সরা। তাঁরা উইন্ডোস নামের গ্রাফিকাল ইন্টারফেস দিয়ে তাদের অপারেটিং সিস্টেমকে চালান। ৯০ সালের মধ্যেই তাঁরা ১০০ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হন। এবং ৯০% এর বেশি কম্পিউটার ছিল তাদের অপারেটিং সিস্টেম দিয়ে চালিত। ১৯৯৩ সালে উইন্ডোস ৩ বাজারে আসে। এক মিলিওন কপি প্রতি মাসে বিক্রি হয়েছে। ১৯৯৫ সালে আসে উইন্ডোস ৯৫। এরপর ধীরে ধীরে তাদের নতুন নতুন সফটওয়্যার আপডেট হতে থাকে।
ইন্টারনেট ব্যবহারের জন্য মাইক্রোসফট প্রথমে তেমন একটা উন্নতি না করলেও পরে ধীরে ধীরে তাঁরা ইন্টারনেট এর জন্য কাজ করতে থাকে। তাঁরা নিজেরা ইন্টারনেট ব্যবহারের জন্য একটি সফটওয়্যার বানায় যা ইন্টারনেট এক্সপ্লোরার নামে পরিচিত।
মাইক্রোসফট গুগল এর সাথে প্রতিযোগিতায় নেমে তৈরি করে Bing নামক সার্চ ইঞ্জিন। এছাড়া ২০০৮ সালে মাইক্রোসফট Yahoo! কে ৪৪.৬ বিলিয়ন ডলার এ কিনতে চায়। কিন্তু Yahoo! তা নাকচ করে। যদিও দুই কোম্পানি আলোচনা করতে থাকে। ২০০৯ সালে Yahoo! রাজি হয় Bing কে তাদের ওয়েব সাইটে রেখে কাজ করতে এবং মাইক্রোসফটের প্রিমিয়াম এডগুলো তাঁরা দেখবে। এই চুক্তি ১০ বছরের জন্য করা হয়। ২০১১ সালে মাইক্রোসফট স্কাইপিকে কিনে নেয় ৮.৫ বিলিয়ন ডলারে যেটা দিয়ে ইন্টারনেটে কথা বলা যায়। এছাড়া মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদান করে।
মাইক্রোসফট গেমেস এবং মোবাইল ফোনের বাজারেও কাজ করেছে। ২০০১ সালে তাঁরা বাজারে ছাড়ে Xbox একধরনের ইলেক্ট্রনিক গেমস যা প্রচুর জনপ্রিয়। তাঁরা এটা আপডেট ভার্শন ও বের করেছে বিভিন্ন সময়ে।
২০১৭ সাল পর্যন্ত মাইক্রোসফট এর রাজস্ব আয় ছিল ৮৯.৯৫ বিলিয়ন ডলার। আর নেট আয় ছিল ২১.২০ বিলিয়ন ডলার। তাদের মোট সম্পত্তির পরিমান হল ২৪১.০৮ বিলিয়ন ডলার। ১২৪,০০০ কর্মকর্তা ও কর্মচারী এখানে কাজ করে। বর্তমানে এর সিইও হলেন সত্য নাদেলা। জন ডাব্লিউ থমসন হলেন বর্তমান চেয়ারম্যান।
তথ্যসূত্রঃ
https://en.wikipedia.org/wiki/Microsoft
https://www.britannica.com/topic/Microsoft-Corporation
https://en.wikipedia.org/wiki/History_of_Microsoft