প্যাশন কি? অনেকেই হয়তো এর অর্থই বুঝতে পারি না। আবার যারা বুঝি, তারা আবার নিজের প্যাশনটি কি তাই বুঝতে পারি না। মোটকথা হচ্ছে প্যাশন নিয়েই যত সমস্যা। এমনও অনেকে আছে, যারা প্যাশন আর প্রফেশনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে। বিশেষ করে কিশোর কিশোরীরা অল্প বয়সে প্রোফেশন কথাটি শুনে থাকলেও, প্যাশন কথাটির সাথে পরিচিত নয়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সকলের উচিৎ তাদের এই দুইয়ের মাঝের পার্থক্যটি ভালোভাবে বুঝিয়ে দেয়া, যাতে করে ভবিষ্যতে তারা নিজদের প্যাশন এবং প্রোফেশনটির মধ্যে তুলনা করতে শিখতে পারে।
প্যাশন হচ্ছে এমন একটি ইচ্ছা বা আবেগ, যা কোনো একটি নির্দিষ্ট জিনিসের দিকে আমাদের আকর্ষণ তৈরি করে। যা ইচ্ছা করলেও পরিবর্তন করা বা দূরে সরিয়ে রাখা যায় না। অনেকেই হয়তো নিজের উদ্দেশ্য নিয়ে সংশয় বোধ করে। তারা যদি নিজের প্যাশনটিকে খুঁজে বের করতে পারে, তাহলে এই প্যাশনই তাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বহু মনিষী, গুণী ব্যক্তি তাদের প্যাশনকে খুঁজে বের করে কাজে লাগিয়েছেন বলেই তারা আজ সমাজে প্রশংসনীয়। তাই চলুন, আজ এই গুণী ব্যক্তিদের কাছ থেকেই প্যাশন নিয়ে তাদের কিছু বিখ্যাত উক্তি জেনে নেয়া যাক। আর জেনে নিই, প্যাশনের কি ই বা শক্তি।
১। আপনি ততক্ষণ পর্যন্ত যা খুশি তাই করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার প্যাশন, উদ্দেশ্য এবং নিজের প্রতি সহযোগিতা থাকবে।
– স্যাবরিনা ব্রায়ান
২। আমাকে জীবনের সাথে লড়াই করতে হবে নতুন খুঁজে পাওয়া প্যাশনের সাথে। আমাকে অবশ্যই পুনরায় আবিষ্কার করতে হবে দুর্নিবার শেখার, বাঁচার এবং ভালোবাসার ইচ্ছা।
– আন্দ্রে বোচেল্লি
৩। আপনি যা করেন সেটি যদি ভালো না বাসেন, তাহলে আপনি সেটা প্যাশন ছাড়া কোনোভাবেই করতে পারবেন না।
– মিয়া হ্যাম
৪। নিজের প্যাশন অনুসরণ করুন, আপনার বাবা-মায়ের কিংবা শিক্ষকদের প্যাশনও না। শুধুই নিজের।
– রবার্ট ব্যালার্ড
৫। যদি মনে করেন কিছু একটা আছে যা আপনি করতে চাচ্ছেন, এবং সেটির প্রতি আপনার প্যাশন আছে, তাহলে সেটিই করুন।
– ওয়ান্ডা সাইকেস
৬। প্যাশন হচ্ছে একধরণের শক্তি। সেই ক্ষমতাকে অনুভব করার চেষ্টা করুন, যা আপনাকে উদ্দীপ্ত করে থাকে।
– অপরাহ উইনফ্রে
৭। প্যাশনের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই। জীবনে যা খুশি করুন না কেন, প্যাশনের অধিকারী হোন।
– জন বন জোভি
৮। একজন শ্রেষ্ঠ নেতা তার উদ্দেশ্য পূরণের জন্য যে সাহস পায়, তা আসে তাঁর প্যাশন থেকে।
– জন সি. ম্যাক্সওয়েল
৯। প্যাশন হচ্ছে একজন জিনিয়াসের সৃষ্টি।
– টনি রবিন্স
১০। আমি বিষন্ন হয়ে মরার চেয়ে বরং প্যাশন নিয়ে মরতে চাই।
– ভিনসেন্ট ভেন গগ
১১। আপনি যদি আপনার উদ্দেশ্য খুঁজে না পান, তাহলে প্যাশন খুঁজে বের করুন। এই প্যাশনই আপনাকে আপনার উদ্দেশ্যে পৌঁছে দিবে।
– বিশপ টি.ডি. জেকাস
১২। প্যাশনের পিছনে লাগুন, পেনশনের পিছনে না।
– ডেনিস ওয়েটলি
১৩। প্যাশন ছাড়া মানুষের ক্ষমতা এবং সম্ভাবনা থাকে প্রচ্ছন্ন।
– হেনরি ফ্রেডেরিক এমিয়েল
১৪। একমাত্র প্যাশনই আপনার আত্মাকে শ্রেষ্ঠ কিছুর দিকে এগিয়ে নিয়ে যায়।
– ডেনিস ডিডেরট
১৫। আপনি হয়তো একটি ধারনা, একটি সমস্যা অথবা একটি ভুল জিনিসকে ঠিক করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি প্যাশনের অধিকারী না হোন, তাহলে কখনোই তা ঠিক করতে পারবেন না।
– স্টিভ জবস
১৬। প্যাশনের জন্য এমনভাবে লেগে থাকতে হবে, যাতে করে মনে হয় এটি আজ রাতের শেষ বাস, যা ধরতেই হবে।
– টেরি গিলেমেটস
১৭। চল্লিশ জন কিছুটা আগ্রহী ব্যক্তির থেকে প্যাশনের অধিকারী একজন ব্যক্তি ভালো।
– ই. এম. ফর্স্টার
১৮। আপনি প্যাশন নকল করতে পারবেন না।
– বারবারা করকরান
সুত্রঃ https://www.success.com/article/19-quotes-about-following-your-passion