বর্তমানে চাকরির বাজার অনেক প্রতিযোগিতামূলক। সামান্য একটু ভুলের জন্য পছন্দের চাকরি হাত ছাড়া হয়ে যেতে পারে। এখানে আমরা চাকরির জন্য সচরাচর যে ভুল আমরা করে থাকি সেই বিষয়গুলো তুলে ধরব।

১। চাকরি খোঁজার সঠিক সময় কোনটিঃ অনেকেই যে ভুলটি করে থাকে তা হল চাকরি খোঁজা শুরু করে অনেক শেষে। ভাবে পড়াশুনা শেষ করে নেই এরপর শুরু করব চাকরি খোঁজা। এটি অনেক ভুল একটি পদক্ষেপ। আগে থেকেই চাকরি খোঁজা এবং চাকরির বাজার সম্পর্কে ধারনা রাখা উচিত।

২। যোগাযোগ বজায় রাখাঃ বন্ধু কিংবা সিনিয়রদের সাথে একটি ভাল যোগাযোগ তৈরি করতে অনেকেই পারেন না। এর ফলে চাকরির বাজারে অনেক ভাল অবস্থান তৈরি করা যায়না অনেক সময়। কারন স্বাভাবিকভাবেই চেনা পরিচিত লোকদের একটি বিশেষ নজরে দেখা হয়।

৩। অভিজ্ঞতা অর্জনঃ সত্যি বলতে অভিজ্ঞতার চেয়ে বড় কিছুই নেই চাকরির ক্ষেত্রে। যার অভিজ্ঞতা যত বড় তার জন্য সুযোগও তত বেশি। অনেকেই এই ব্যাপারটি বুঝেনা। দেখা যায় ছাত্রজীবনে হেলাফেলা করে সময় কাটায়। এই সময়ে কোন পার্ট টাইম চাকরি কিংবা কোর্স করা গেলে খুব ভাল একটি সুযোগ তৈরি হয় পরবর্তীতে।

৪। পরাশুনার বাইরে অন্যান্য বিষয়ে কাজ করাঃ অনেকেই আছে শুধু ক্লাস করে আর পড়ার বই পড়ে। কিন্তু এসবের বাইরে কাজের দক্ষতা বাড়ানোর কোন চেষ্টা করেনা। বিভিন্ন ক্লাব কিংবা সেমিনারে অংশগ্রহন করেনা। যার ফলে চাকরির বাজারে বেশ পিছিয়ে পড়ে।

৫। অনেক চাকরিতে আবেদনঃ অনেক বড় একটি ভুল পদক্ষেপ হল অনেকগুলো চাকরিতে আবেদন না করে বাছাই বাছাই করে অল্পসংখক চাকরির জন্য আবেদন করা। কিন্তু এমন করা উচিত না। আবেদন করতে থাকুন চাকরির জন্য। কারন জানেন না কোন চাকরি আপনার জন্য ঠিক।

৬। প্রফেশনাল হওয়াঃ আচরণকে আরও বেশি প্রফেশনাল করা উচিত। মনে রাখবেন অফিসে আপনাকে পেশাগত আচরন করতে হবে। অফিসে অন্যরকম আচরন করা শোভনীয় নয়। আপনি যত বেশি প্রফেশনাল হবেন আপনার জন্য তত বেশি সহজ হবে চাকরি পাওয়া।

৭। ক্যারিয়ার নির্বাচনঃ সঠিক ক্যারিয়ার নির্বাচন করাও একটি অন্যতম বড় কাজ। আপনি কি ধরনের ক্যারিয়ার গড়তে চান এবং আপনার লক্ষ্য কি তা ভাল করে বুঝে শুনে আপনাকে এগিয়ে যেতে হবে। নতুন কিছু হলেও আপনি শেখার জন্য আগ্রহী হলে সব কিছুই সহজে নিতে পারবেন।

৮। ক্যারিয়ার সেন্টারে যাওয়াঃ আমাদের অনেক শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে সেমিনার হয়। সেখানে যেয়ে আলোচনা করে কিন্তু অনেক কিছু শেখা যায়। যা আমরা অনেকেই করিনা। সেখানে ক্যারিয়ার নিয়ে অনেক কাউন্সিলার বসেন যারা সঠিক রাস্তা দেখাতে সাহায্য করেন।

৯। নিজের অর্জনগুলোর ব্যাপারে খোঁজ রাখাঃ ছাত্রজীবনে অনেকে বিভিন্ন জিনিস অর্জন করে। যেমন কোন পুরস্কার বা খেতাব। যত ছোট হোক না কেন সেগুলো কিন্তু সিভিতে দিতে হবে। এসব ছোট ছোট ব্যাপার অনেক সময় খুব গুরুত্ব বহন করে চাকরির ক্ষেত্রে।

১০। দক্ষতা বৃদ্ধিঃ পরাশুনার পাশাপাশি চাকরির জন্য নিজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা অনেকেই করেনা। কিন্তু বাস্তবে কোম্পানি চায় এমন লোক যে কাজ শিখে আসবে। কোম্পানি চেষ্টা করে যেন বেশি প্রশিক্ষন দিতে না হয়। তাই চাকরিতে ঢুকার আগেই নিজের কাজের দক্ষতা বাড়াতে হবে।

১১। কভার লেটারে মনোযোগঃ অনেক অনেক বেশি ভুল করা হয় এই ক্ষেত্রে। দেখা যায় খুব ভাল দক্ষ, প্রফেশনাল মানুষও পছন্দের চাকরিটা পায়না এই কভার লেটারে অবহেলা করার কারনে। আপনার কভার লেটারই কিন্তু আপনার পরিচয়। এই কভার লেটার দেখেই আপনাকে কাজ দেবার কথা ভাবা হয়। তাই কভার লেটার বানানোতে যত্নশীল হন।

১২। আবেদনপত্রটি সুন্দর করুনঃ অনেকেই দেখা যায় একই রকম আবেদন পত্র দিয়ে অনেক চাকরির আবেদন করে। তাছাড়া কোম্পানির নাম বা অন্যান্য বিষয় ঠিকমত লেখেনা। এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। চেষ্টা করুন নতুনভাবে আবেদনপত্র তৈরি করে দিতে।

১৩। LinkedIn এর ব্যবহারঃ বর্তমানে চাকরির জন্য LinkedIn খুব ভাল একটি মাধ্যম। এর ব্যবহার অনেকেই ঠিকমত করেনা। LinkedIn এ একটি একাউন্ট খুব আবশ্যক। এখানে বিভিন্ন প্রোফাইল দেখে নিজের অবস্থান বুঝা যায়। এবং চাকরির বাজার সম্পর্কেও ধারনা পাওয়া যায়।

১৪। অনেক বেশি আশা ত্যাগ করাঃ অনেকের মনে থাকে অনেক উঁচুতে উঠবে অনেক বড় হবে। এমন আশা করা দোষের নয়। তবে এজন্য প্রচুর খাঁটা লাগবে।কিন্তু অনেকেই আছে এমন উচ্চ আশা করার কারনে অনেক ছোট ছোট কাজ বাদ দেয়। কিন্তু অভিজ্ঞতা ছাড়া কি বড় হওয়া যায়? তাই শুরুতেই উচ্চ আশা বাদ দিয়ে ছোট কাজ করা উচিত। এরপর নিজের স্বপ্ন পূরণ হবে।

১৫। ইন্টারভিওতে প্রশ্ন করাঃ অনেকে ভাবে ইন্টারভিওতে প্রশ্ন করা উচিত নয়। এটা ভুল ধারনা। আপনি যত প্রশ্ন করবেন তত আপনার আগ্রহ প্রকাশ পাবে কোম্পানির প্রতি। শুধু তাই না বরং সেখানাকার লোকদের সাথে আপনি কথা বলার সুযোগ পাবেন। তাই যত পারুন প্রশ্ন করবেন।

এই ছোট ছোট ব্যাপারগুলি একটু খেয়াল করলেই অনেকেই খুব ভাল চাকরি পেতে পারে। চাকরি পাওয়া কঠিন না। কঠিন হল নিজেকে তৈরি করা।

তথ্যসূত্রঃ https://www.rd.com/advice/work-career/the-10-worst-mistakes-of-first-time-job-hunters/