একটি সফল ক্যারিয়ার কে না করতে চায়? ক্যারিয়ারে উন্নতি মানেই নিয়মিত ৯টা-৫টা অফিস নয়, শুধু দাপ্তরিক কাজে মনোনিবেশ অথবা বসের সুসম্পর্ক রেখে চলাও নয়। অত্যাধিক প্রতিযোগিতাপূর্ণ বর্তমান চাকরির বাজারে হাজারো মেধাবীদের ভিড়ে হারাতে না চাইলে প্রয়োজন আরো কিছু। ক্যারিয়ার গঠনের দৌড়ে আরো এগিয়ে থাকার কিছু উপায় জানতে নিচের ওয়েবসাইটগুলোতে ঘুরে আসুন।

 

১. ফেইসবুক

ফেইসবুক ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বেশিরভাগ মানুষ শুধুই বিনোদন অথবা বন্ধু ও আপনজনদের খোঁজখবর রাখতে, নিজের খবর বা মনোভাব জানাতেই ফেইসবুক ব্যবহার করলেও, একটু সচেতন ব্যবহারের মাধ্যমে তা ক্যারিয়ারের ক্ষেত্রে সহযোগী হয়ে উঠতে পারে। চাকরি সংক্রান্ত গ্রুপগুলো, যেমন Vacancy Announcement BD এর মত পেজ বা গ্রুপগুলো নিয়মিত চোখে রাখুন। কে জানে, কাঙ্ক্ষিত চাকরির খোঁজ হয়ত ফেইসবুক থেকেই পেতে পারেন। এছাড়া, আপনার ইউনিভার্সিটির অ্যালাম্মনাই নেটওয়ার্ক-এর গ্রুপের সদস্য হতেও ভুলবেন না। ক্যারিয়ার সংক্রান্ত অন্যান্য গ্রুপ বা পেজগুলোতে খুঁজে পাবেন ক্যারিয়ার গঠনের উপদেশ এবং উন্নতি করার দিক-নির্দেশনা। আর বিভিন্ন সংশ্লিষ্ট গ্রুপপোস্ট থেকে কর্মজীবনে প্রেরণাদায়ক লেখা পড়ে ফেলে নিজেকে প্রণোদনা দেয়ার সুযোগ তো থাকছেই। এর বাইরে, ক্যারিয়ারে সফল এমন সব ব্যক্তির পেইজে লাইক দিয়ে তাদের পরামর্শগুলোও অনুসরণ করতে পারেন।

 

২. লিংকড্‌ইন

চাকরি করুন অথবা ব্যবসা, একটি লিংকড্‌ইন একাউন্ট নেটওয়ার্ক তৈরী করার জন্য অপরিহার্য। এখনকার সময়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরীর গুরুত্ব অপরিসীম। আপনার নেটওয়ার্ক আপনাকে নতুন নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। চাকরির খবরাখবর জানা থেকে শুরু করে বিভিন্ন ক্যারিয়ার সংক্রান্ত সেমিনার, ইভেন্ট এবং প্রশিক্ষণের খোঁজ আপনি লিংকড্‌ইন থেকে পেতে পারেন। এছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের নিজের নেটওয়ার্কে যুক্ত করে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরির পাশাপাশি পরামর্শও গ্রহণ করতে পারেন। কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে যেয়ে যদি না বুঝতে পারেন যে আপনার প্রোফাইল আসলে এর জন্যে মানানসই কিনা- লিংকড্‌ইনের কল্যাণে এখন তাও বুঝে যাবেন সহজেই। লিংকড্‌ইনে প্রতিষ্ঠানটির পেইজ খুঁজে বের করে দেখুন কোন প্রোফাইলের লোকজন আপনার আবেদনকৃত পোস্টে কাজ করছে। সেখান থেকেই আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে লিংকড্‌ইনের মাধ্যমে দক্ষ কর্মী খুঁজে নেয়া শুরু করেছে। তাহলে আর দেরি কেন? আপনার যদি এখনো লিংকড্‌ইন না থাকলে আজই খুলে ফেলুন।

 

৩. বিডিজবস

শুধু চাকরি খুঁজতেই বিডিজবস-এ যান? বিডিজবস-এর আছে আরো নানা ধরণের উপযোগিতা। প্রচন্ড প্রতিযোগিতার এই যুগে শুধুমাত্র অভিজ্ঞতাকে সম্বল করেই আপনার কাঙ্খিত চাকরি হয়তো কখনোই পাওয়া হবে না। এর পাশাপাশি দরকার কারিগরি দক্ষতা এবং বিশেষায়িত ট্রেনিং। দক্ষতা গঠনের জন্য সার্টিফিকেটসহ ট্রেনিং এবং বিভিন্ন রকমের কর্মশালা আয়োজন করে থাকে বিডিজবস কর্তৃপক্ষ। প্রয়োজনমাফিক ট্রেনিং গ্রহণ করে নিজেকে আরো দক্ষ করে তুলুন। এছাড়াও, বিডিজবস-এর Career Resources সেকশনে পেয়ে যাবেন ক্যারিয়ার গাইড, ইন্টারভিউ টিপস ও সঠিকভাবে জীবনবৃত্তান্ত লেখার টিপস থেকে শুরু করে ক্যারিয়ার কাউন্সেলিং সেবা।

 

৪. গ্লাসডোর

নতুন কোন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছেন কিন্তু জানেন না ঠিক কেমন সুযোগ সুবিধা প্রদান করা হবে, কিংবা ইন্টার্ভিউ বোর্ডের সামনে যেতে কিছুটা ভয় কাজ করছে- ভাবনা নেই। গ্লাসডোর আপনার পাশে আছে। দেশি-বিদেশী প্রায় সব প্রতিষ্ঠানের বর্তমান অথবা প্রাক্তন কর্মীরা তাদের ইন্টারভিউ অভিজ্ঞতা, বেতনাদি এবং অন্যান্য সুযোগসুবিধা শেয়ার করে রেখেছেন গ্লাসডোরে। ওয়েবসাইটটিতে কাঙ্খিত প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দিয়ে খুঁজে দেখুন। মনে থাকা প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। গ্লাসডোর এমন একটি ওয়েবসাইট যেখানে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানটির নিয়োগের ধরণ থেকে শুরু করে বেতন-ভাতাদি নিয়ে পর্যালোচনা প্রকাশ করে যাতে করে ওই প্রতিষ্ঠানের ভবিষ্যত চাকরিপ্রার্থীরা এসব তথ্য দেখে উপকৃত হতে পারেন। একটু খুঁজে দেখুন তো, আপনার বর্তমান প্রতিষ্ঠানটির পর্যালোচনা কি ইতোমধ্যে গ্লাসডোরে আছে? না থাকলে, এখনই যেটুকু সম্ভব তথ্য শেয়ার করে আপনার প্রতিষ্ঠানটির পর্যালোচনা প্রদান করুন। আসুন আমরা এমন ক্যারিয়ারবান্ধব অনলাইন মাধ্যম গুলোকে আরো সমৃদ্ধ করি।

 

পড়াশুনার শেষে যে ধরণের চাকরিই শুরু করেন না কেন, ক্যারিয়ারে সফলতা পেতে সঠিক এবং সময়োযোপযোগী পরিকল্পনা প্রয়োজন। আপনার ক্যারিয়ার পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছে কিনা জানতে হলে গুণীজন, শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করুন। যেভাবে ক্যারিয়ারে সাফল্য পাওয়া সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে উপকৃত হবেন, একই ভাবে চেষ্টা করবেন নতুনদের ক্যারিয়ারে উন্নতির দিকনির্দেশনা দিতে। আর ক্যারিয়ার গঠন সংক্রান্ত আপনার ভাবনাগুলো আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না।