আমরা সাধারনত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে পড়তে চাই যে বিষয়গুলোর চাহিদা অনেক। মূলকথা হল যে বিষয় পড়ে ভবিষ্যতের ভাল চাকরির আশা থাকে সেই বিষয়গুলো সবাই পড়তে চায়। তবে মজার ব্যাপার হল এক বিষয় পড়েই সবসময় ভাল চাকরি পাওয়া যায়না।

কারন পৃথিবী ক্রমশ পরিবর্তনশীল। সময়, সুযোগ, প্রযুক্তি ও মানুষের চাহিদার উপর নির্ভর করে মানুষের কাজের চাহিদা বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে তাই চাকরির বাজার পরিবর্তিত হয়। বিভিন্ন গবেষণার মাধ্যমে গবেষকরা ভবিষ্যতের জন্য কোন ধরনের কাজের খুব চাহিদা থাকবে তা বের করেছেন। সারা বিশ্বের মানুষের জন্য এই গবেষণা করা হয়েছে। আমরা এরকম দশটি কাজ সম্পর্কে জানব যেগুলোর ভবিষ্যৎ চাহিদা অনেক।

১। এপ্লিকেশন ডেভেলপারঃ আমাদের প্রায় সবার হাতেই এখন স্মার্ট ফোন। আর এই স্মার্ট ফোন দিয়ে এখন দুনিয়াটা প্রায় মুঠোয় চলে এসেছে। কথা বলা ছাড়াও ইমেইল করা, কাউকে তাৎক্ষনিক জরুরি তথ্য পাঠানো থেকে শুরু করে মোবাইল দিয়ে এখন প্রায় সব কাজ করা যায়। বিনোদন এর মাধ্যম, শিক্ষার মাধ্যম এমন কি প্রতিদিনের রুটিন মেনে কাজ করার তালিকা কিংবা ছোটখাটো ব্যায়াম করার জন্য মোবাইল ফোন এখন ঘরে ঘরে ব্যবহার হচ্ছে। আর এই সব কাজ করতে দরকার প্রচুর এপ ডেভেলপার। তাই এই কাজটি আপাতত বেশ কিছুদিন খুব ভাল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কম্পিউটার বিজ্ঞান কিংবা প্রকৌশল পড়ে যে কেউ খুব ভাল কাজ পেতে পারেন এই ক্ষেত্রে।

 

 

২। শারীরিক থেরাপিস্ট ঃ বর্তমানে আমাদের কাজের চাপে ও পরিবেশগত কারনে অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। স্ট্রোক, হার্টের সমস্যা, হাড়ের ক্ষয় ছাড়াও বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে। আর এসব ক্ষেত্রে বর্তমানে থেরাপি অনেক জনপ্রিয়। ভবিষ্যতেও থেরাপি অনেক ভাল একটি কাজের ক্ষেত্র হিসেবে নাম লেখাতে যাচ্ছে। এম বি বি এস ডিগ্রি নিয়ে এই পেশায় নাম লেখাতে পারবেন।

৩। নার্স ঃ ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হিসেবে গবেষকরা নার্সিং কে বিবেচনা করেছেন। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, রোগ নিরাময়ের জন্য সঠিক পরিচর্চা, বয়স্ক মানুষকে সেবা দান এবং ঘরের মধ্যে সেবা দান এসব বিষয় খেয়াল রেখে এই পেশা ভবিষ্যতে একটি ভাল বাজার দখল করতে যাচ্ছে। নার্সিং এর উপর ডিগ্রী থাকলে এই পেশায় নামা যাবে।

৪। কম্পিউটার সিস্টেম বিশ্লেষকঃ বর্তমান দুনিয়ায় প্রায় সবকিছু ধীরে ধীরে কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে। কম্পিউটার সিস্টেম বিশ্লেষকদের তাই কাজের খুব ভাল সুযোগ তৈরি হয়েছে। প্রায় প্রতিটা প্রতিষ্ঠানেই এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে। আর এখানে অবশ্যই একজন বিশ্লেষক দরকার যে বুঝবে কীভাবে এবং কখন কোন সিস্টেম কাজ করবে।

৫। ভেটেনারি নার্স ও ডেন্টিস্টঃ বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই দুটি পেশার বাজার অনেক ভাল হবে। অনেক মানুষ এখন শখের জন্য কিংবা অন্য অনেক কারনে বিভিন্ন পশু পাখি পালে। এদের জন্য ভেটেনারি নার্সের বর্তমানে চাহিদা বাড়ছে। এছাড়া মানুষ এখন তাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। তাই দাঁতের ডাক্তারদেরও বেশ চাহিদা রয়েছে।

৬। মেডিকেল এবং স্বাস্থ্য পরিষেবা পরিচালকঃ যেহেতু স্বাস্থ্যসেবা খাতে চাহিদা বাড়ছে তাই সেই পরিমান জনবল দরকার সেগুলো পরিচালনা করার জন্য। সঠিক চিকিৎসা সেবা দান, হাসপাতাল পরিচালনা, যন্ত্রপাতি ক্রয় এবং তার সঠিক রক্ষণাবেক্ষণ করা সবকিছুর জন্য দরকার দক্ষ জনবল। এজন্য এই ধরনের চাকরির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

৭। মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বিশ্লেষকঃ বর্তমানে আধুনিক প্রযুক্তির জন্য বিশ্ববাজারে টিকে থাকার জন্য দরকার খুব ভাল দক্ষ কিছু বাজার বিশ্লেষক। তারা পণ্য এবং চাহিদা সম্পর্কে গবেষণা করে বাজার পরিস্থিতি সম্পর্কে জানবে। এছাড়া ম্যানেজমেন্ট বিশ্লেষকরা কোম্পানি কীভাবে ভাল করে চলবে এবং কোম্পানির ভিতরের অবস্থা ভাল করে নিয়ন্ত্রন করা যায় সেটা নিয়ে কাজ করবে। এই কাজ দুটোর চাহিদা বর্তমানে বাড়ছে।

৮। অর্থ উপদেষ্টাঃ কোন খাতে কত টাকা বিনিয়োগ করলে ভাল হবে কিংবা নিজস্ব আয় কোনভাবে খরচ করা উচিত এসব বিভিন্ন পরামর্শের জন্য অর্থ উপদেষ্টার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই কাজটিও ভবিষ্যতে একটি ভাল কাজ হিসেবে পরিচিতি পাবে।

৯। কম্পিউটার এবং তথ্য সিস্টেম ম্যানেজারঃ বেশিরভাগ কাজ কম্পিউটার ভিত্তিক হওয়াতে কম্পিউটার এবং তার যাবতীয় তথ্য সংরক্ষণ এবং রক্ষনাবেক্ষনের জন্য খুব ভাল জনবল দরকার।

১০। সৃজনশীল ঃ ফ্রিলান্সিং বর্তমানে খুব ভাল একটি আয়ের উৎস। আর বর্তমানে গ্রাফিক্স অথবা ওয়েব ডিজাইন থেকে শুরু করে আর্টিকেল লেখার মত সৃজনশীল কাজগুলো খুব জনপ্রিয়। এবং এসব কাজ ভবিষ্যতেও খুব ভাল অবস্থানে যাবে।

তথ্যসূত্রঃ https://www.monster.co.uk/career-advice/article/top-ten-in-demand-jobs-for-the-future

https://www.kiplinger.com/slideshow/business/T012-S001-best-jobs-for-the-future-2017/index.html

http://www.businessinsider.com/best-jobs-future-growth/#13-elementary-school-teachers-except-special-education-9